2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মানুষকে ঠকানোর হাত থেকে রক্ষাদেবার জন্য ফুড ডিপার্টমেন্ট ও এক্সসাইস ডিপার্টমেন্টের বাজারে হানা

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রাজ্যে এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা বাজারজাত দ্রব্যের সঠিক মূল্য থেকে বেশি দামে জিনিসপত্র বিক্রি করছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে রাজ্যের ফুড ডিপার্টমেন্ট ও ও এক্সেস ডিপার্টমেন্টের পক্ষ থেকে রাজধানীর বাজারগুলোতে অভিযানে নামে এবং অভিযানে নেমে বাজারের দ্রব্য মাপার যন্ত্র কিছুটা গোলযোগ পাওয়ায় সেগুলো কে সিস্ করেছে দপ্তরের আধিকারিকরা। তাছাড়া রাজধানীর মঠ চৌমুহনী বাজারের এক লিকার শপে হানা দেয় দপ্তরের আধিকারিকরা এবং মাদকের দাম বডি প্রাইস থেকে বেশি দামে বিক্রি করে উনার নামে একটি মামলা নিয়েছে দপ্তর বলে জানান দপ্তরের আধিকারিক.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service