2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দাবী আমরা বাঙালি রাজ্য কমিটির

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- ভারতবর্ষের জাতীয় সংগীত সংবিধান স্বীকৃত। স্বাধীনতার পর প্রয়োজনে দেশের সংবিধানের বিভিন্ন ধারা ও উপধারা সংশোধন হলেও জাতীয় প্রতীক, পতাকা এবং জাতীয় সংগীত পরিবর্তন প্রয়োজন হয় নি। কিন্তু জাতীয় সঙ্গীতে উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখ নেই যুক্তি দেখিয়ে জাতীয় সংগীতের সংশোধন চাইলেন ত্রিপুরার মহারাজার উত্তর পুরুষ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আমরা বাঙালি দলের রাজ্য কমিটির পক্ষ থেকে মহারাজার উত্তর পুরুষ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এ ধরনের সংকীর্ণ মানসিকতার জন্য রবিবার শিব নগরস্থিত দলীয় কার্যালয়ে আমরা বাঙালি রাজ্য কমিটি সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, মহারাজার উত্তর পুরুষের এ ধরনের দাবি প্রত্যাহার করা জরুরি। এবং এ ধরনের দাবি তোলার জন্য উনার রাজ্যবাসী এবং গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। নয়তো আগামী দিন আমরা বাঙালি দল বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service