জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- এিপুরায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এক জেলার সাথে অন্য জেলার প্রতিযোগিতার লড়াই চলছে প্রতিদিন। করোনা সংক্রমণ ঠেকাতে এিপুরা সরকার সোমবার থেকে লকডাউন ঘোষনা দেয়। টানা তিনদিন ধরে চলবে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছু থাকবে বন্ধ। লকডাউন ঘোষনা হতেই উদয়পুরের শহরবাসীরা বাজারমুখি হতে থাকে সকাল থেকে। রবিবারের দিন ছিল উদয়পুরের সাপ্তাহিক হাট বাজার। অন্য দিনের তুলনায় রবিবারে বাজারে ক্রেতাদের ভীড় ছিল উপচে পড়া। তিল ধরার জায়গা ছিলনা উদয়পুর শহর জুড়ে। সকাল থেকে যানজটের ভীড়ে উদয়পুরের রাস্তাগুলি ছিল ব্যস্ত। যানজট নিয়ন্ত্রণে সেরকম ভাবে চোখে পড়ে টাফ্রিক ব্যবস্থা। করোনা ভাইরাসের নিয়মাবলী কে দুরে রেখে শহরবাসী ছিল বাজার করতে ব্যস্ত। বাজারে ভীড় নিয়ন্ত্রণে এদিন দেখা যায়নি প্রশাসনের কোন আধিকারিককে। যে যার মত বাজার করতে ব্যস্ত ছিল। বাজারে আসা অনেক ক্রেতা জানিয়েছেন সোমবার থেকে লকডাউন শুরু তিনদিনের। তাই ওনারা প্রাণের ঝুঁকি নিয়ে বাজারে এসেছেন বলে জানান আমাদের সংবাদ প্রতিনিধিকে।
Leave feedback about this