2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো শিক্ষামন্ত্রী বাসভবনে

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ শ্রী বীর বল্লভ সাহার নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি সারাবছরই কিছু না কিছু সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন. আজ নিজেদের সামাজিক কর্মসূচি অঙ্গ হিসাবে আজ মাধ্যমিকে টপ টেন রেংকের একজন ছাত্র ও একজন ছাত্রীকে মাননীয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর হাত ধরে শিক্ষামন্ত্রী নিজ বাসভবনে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়. এ দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ নিখিল ত্রিপুরা শিক্ষক-কর্মচারীর সমিটির সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এই নিখিল ত্রিপুরা শিক্ষক সমিটির প্রতিষ্ঠাতা শ্রী বীর বল্লভ সাহার জীবন কাহিনী তুলে ধরেন এবং তিনি বিশ্বাস রাখেন এই মহান রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং অর্থনীতিবীদ যদি এই সময় বেঁচে থাকতেন তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের একজন নেতৃত্ব থাকতেন বলে. এদিনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি বোর্ডের চেয়ারম্যান সাহাসহ নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতীর শিক্ষক-কর্মচারীরা

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service