2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ফটিকরায় থানার অন্তর্গত বিদ্যাসাগর সেতুথেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি।

ঘটনার বিবরনে জানাযায় আজ সকালবেলা ফটিকরায় থানার অন্তর্গত বিদ্যাসাগর সেতুথেকে মনু নদীতে ঝাপদিয়ে আত্ম হত্যাকরলো এক ব্যক্তি এমনটাই অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের। মৃত ব্যক্তির পরিচয় জানাযায়নি। মৃতব্যক্তির বয়স আনুমানিক ৫৫ হবে বলে জানাযায়। ঘটনার সঙ্গে সঙ্গে ফটিকরায় থানায় কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মীরা এসে অঞ্জাত পরিচয় ব্যক্তিকে ফটিকারায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর রায় ঐ ব্যক্তিটিক মৃতবলে ঘোষনাকরেন। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়েযাচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service