জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর পুর পরিষদ সহ রাধাকিশোর পুর বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের জন্য মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l উদয়পুর পৌরপরিষদের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l এই বৈঠকে পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার , ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী ,২১ জন ওয়ার্ড কাউন্সিলার এবং পনেরোটি দপ্তরে আধিকারিক গণ উপস্থিত ছিলেন l রাধাকিশোরপুর বিধানসভা এলাকার রাস্তাঘাট,ড্রেন,পানীয় জলের সরবরাহ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি চলমান উন্নয়নমূলক কাজের বিষয়ে পর্যালোচনা সভায় কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী পর্যালোচনা করেন l এই বৈঠকে মন্ত্রী বিভিন্ন কাজের গুণগত মান বজায় রাখা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব দেন।
janatar kalam Blog রাজ্য নিজ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা সভায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
Leave feedback about this