2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

লেফুঙ্গা ব্লকে অটল জলধারার মিশনের প্রকল্প পরিদর্শন করে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

রাজ্যে বিজেপি আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসার পর ২৮ শে নভেম্বর ২০১৮ সালে শপথ নিয়েছিল রাজ্যের প্রতিটি জায়গায় প্রতিটি প্রান্তে গ্রামে-গঞ্জে পাহাড়ে পানীয় জলের ধারা পৌঁছে দেবে বাইশে ডিসেম্বর ২০২২ এর মধ্যে. তারই অঙ্গ হিসেবে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লেফুঙ্গা ব্লকের রাজঘাট এলাকায় অটল ধরনের পানীয় জলের লাইন বাড়িতে পৌঁছে দেওয়া প্রকল্প নিয়ে প্রকল্প পরিদর্শনে যান এবং এদিন তিনি রাজ্য সরকারের যে টার্গেট ২০২২ সালের ২২ শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ রয়েছে তা সফলতা পাবে বলে আশা ব্যক্ত করেন. পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রী রতন নাথ রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে শহর-গ্রাম মিলিয়ে প্রায় ৭৫ হাজার জলের কানেকশন দিয়েছেন বলে জানান এবং ২০২০ – ২১শে লেফুঙ্গা মোহনপুর ও জিরানিয়া ব্লক এই সবকটি জায়গায় অটল জল ধারা প্রকল্পের মাধ্যমে তা পূরণ করার টার্গেট রেখেছেন বলে বলে জানান.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service