2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভারত কেশরী শ্যামাপ্রাসাদ মুখার্জীর জন্মজয়ন্তীতে করোনা মুক্ত এক বিএসএফ জওয়ানকে সম্বর্ধিত করা হল

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা:- সারা দেশের সাথে রাজ্য যখন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির একশো কুড়ি তম জন্মজয়ন্তী অনুষ্ঠান. ঠিক তখনই রাজধানী কদমতলীর কদমতলা যুব সংস্থা ক্লাবের উদ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উৎসব পালনের মধ্য দিয়ে গণনা মুক্ত এক বিএসএফ জওয়ানকে সংবর্ধনা দিল. এদিনের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে করোনা সচেতনতার নানান তথ্য তুলে ধরেন. পাশাপাশি এদিন পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের শৈশব কথা তুলে ধরার পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব সহকারে সেই স্বপ্ন পূরণ করাটাকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে যথাযোগ্য সম্মান প্রদান বলে অভিমত ব্যক্ত করেন তিনি. এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যের পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিকসহ সংস্থার অন্যান্য কার্যকর্তারা.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service