2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিত্য দিনের মতো যান দুর্ঘটনায় আহত এক শিশু, ঘটনা বিশালগড়ে

জনতার কলম ত্রিপুরা, বিশালগড় প্রতিনিধি:- ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানাদিন ঘনিয়ামারা এলাকার বাসিন্দার জসীম হোসেনের মেয়ে টিনা আক্তার বয়স ৭ বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী দোকানে সকালের টিফিন করার জন্য কিছু জিনিস আনতে যাই রাস্তার সাইট ধরে। তখন বিশালগড় থেকে দ্রুতগতিতে TR07C7476 নম্বর এর বাইক শিশুটিকে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আহত শিশুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শিশুটি মাথায় মুখে এবং পায়ে প্রচণ্ড আঘাত পাই।পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে ছুটে যান মহাকুমা হাসপাতাল সেখানে গিয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করছেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service