2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাস্তার বেহাল অবস্থার কারণে অসুবিধার সম্মুখীন স্থানীয় কৃষকরা, দাবি দ্রুত সংস্কারের

জনতার কলম ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- অনাবরত বৃষ্টিতে কৃষিপ্রধান এলাকার রাস্তা বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে । ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন তাঁরাচান রূপিনি পাড়া এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, টানা কয়েকদিনের বৃষ্টিতে ‘হাদুপা’ ছড়ার জল ফুলে-ফেঁপে রাস্তার একাংশ ভেঙে পড়ে যায় ছড়াতে । এই অবস্থায় এলাকার কৃষকরা পড়েছে মহা বিপদের মুখে । কারণ এই রাস্তা দিয়ে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজ ফসল তেলিয়ামুড়া বাজারে নিয়ে আসত গাড়ি করে । কিন্তু রাস্তার একাংশ বর্তমানে ছড়ার মধ্যে ভেঙে পড়াতে ওই এলাকার কৃষকরা বর্তমানে অসুবিধার সম্মুখীন । উল্লেখ্য, তাঁরাচান রূপিনী পাড়ার অধিকাংশ উপজাতি অংশের মানুষজনই কৃষিজীবি । তবে এখন এলাকার কৃষকদের দাবি সরকার যেন ওই বেহাল অবস্থার রাস্তাটির দ্রুত সংস্কার করে দেয় ।।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service