জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর মহকুমার গোমতী জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির অফিস প্রাঙ্গনে রবিবার দুপুরে করোনা বিষয়ক এক দিনের সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয় দিব্যাঙ্গন ও তাঁদের অভিভাবক দের নিয়ে। এদিন এই শিবিরে ন্যাশনাল ট্রাস্টের নানা প্রকল্প এবং বাড়তে কদম এর বিভিন্ন প্রকল্পের নানা বিষয় ও কোভিড -১৯ এর পরিস্থিতিতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এরকম নানা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই শিবিরে দিব্যাঙ্গনদের মধ্যে আর্সেনিক এলবাম ৩০, রেশন সামগ্রী , স্যানিটাইজার , সাবান , মাস্ক , ও মিষ্টি বিতরণ করা হয় l তাছাড়া এই শিবিরে দিব্যাঙ্গনের নানা সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় l প্রত্যেক দিব্যাঙ্গন রাই যাতে সরকারী সুযোগ সুবিধা পেতে পারে ও তাঁদের ন্যায্য ভাতা পেতে পারে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় l এদিন এই সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলার প্রতি বন্ধী কল্যাণ সমিতির সম্পাদক হরি ভোষন দাস , সভাপতি বিজন দেবরায় , সহ সভাপতি শিপ্রা সরকার , বিশেষ অতিথি সাংবাদিক শ্যামসুন্দর দত্ত ও নুটন দাস , সমাজ সেবী অরবিন্দ বিশ্বাস, বিষ্ণু পদ ভৌমিক, ডাক্তার সুদীপ কুমার বিশ্বাস প্রমূখ l
janatar kalam Blog রাজ্য ন্যাশনাল ট্রাস্টের নানা প্রকল্প এবং বাড়তে কদম ট্রাস্টের পক্ষ থেকে দিব্যাঙ্গনদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
Leave feedback about this