2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিজ বাড়িতে নৃশংস ভাবে খুন হওয়া আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলির বাড়িতে সাংসদ রেবতী ত্রিপুরা

জনতার কলম,এিপুরা,গন্ডাছড়া প্রতিনিধি :- জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক এগারটা নাগাদ । গন্ডাছড়া মহকুমার নারায়নপুর এডিসি ভিলেজের মুসলিম পাড়ার আইপিএফটির সক্রিয় সদস্য ওয়ারিশ আলি বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা দেয়. এই সময় ওয়ারিশ আলি ও তার স্ত্রী সালেমা বিবি(২৫) বাড়িতে ছিলেন। হঠাৎ এক দল দুস্কৃতিকারি ঘরে ঢুকে ওয়ারিশ আলিকে দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীকে বাচাতে গিয়ে স্ত্রী সালেমা বিবিও গুরুতর ভাবে আঘাত পান। তাদের দুই জনকেই গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই জিবি হাসপাতালে রেফার করে। তবে রাস্তাই ওয়ারিশ আলির মৃত্যু ঘটে। অপর দিকে স্ত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে এমপি শ্রী রেবতী ত্রিপুরা প্রয়াত ওয়ারিশ আলীর বাড়িতে যান এবং উনার এই অকাল মৃত্যুর সমবেদনা জানান। উনার স্ত্রীর চিকিৎসা বিষয়ক খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা কামনা করার পাশাপাশি, প্রয়াত ওয়ারিশ আলীর স্ত্রীর চিকিৎসা বাবদ যা যা দরকার তা করবে সরকার বলে আশ্বাস দেন তিনি এবং তাদের পরিবারের বাকি দুটি বাচ্চা মেয়ের জন্য প্রশাসনিকভাবে যা যা সাহায্য করা যায় সেটা নিয়েও তিনি ভাববেন বলে জানান। তিনি.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service