2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আর মাত্র ২দিন মৃৎশিল্পীরা ব্যস্ত বিপদনাশিনী মার প্রস্তুতিতে

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- আষাঢ় মাসের রথযাত্রা থেকে ফিরা রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে, সেই দিনগুলিতে হিন্দু ধর্মাবলম্বী মহিলারা বিপত্তারিণী ব্রত করেন প্রতিবছর আষাঢ় মাসে পরিবার-পরিজনদের মঙ্গল কামনায় করা হয় এই বিপত্তারিণী মায়ের পূজা অর্থাৎ বিপদনাশিনী পূজা। স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করেন, তাঁদের সেই মনস্কামনা সফল হয়। এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। কিন্তু এবছর লকডাউন চলাকালীন উদয়পুর অবস্থিত তপন রুদ্র পাল মৃৎশিল্পী আমাদের সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে জানান এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবছর বিপদনাশিনী পূজা সংখ্যাটা অনেকটাই কমে গেছে। তাছাড়া মৃৎশিল্পীদের আগের মত লাভজনক আয় হচ্ছে না রাজ্য সরকার থেকে যদি কিছু সহায়তা পাওয়া যায় তাহলে এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে সংবাদমাধ্যমের কাছে জানান মৃৎশিল্পী তপন রুদ্র পাল

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service