জনতার কলম, ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- দিন দিন ধরে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ তথা বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ রেলি বের করাতে মহকুমা প্রশাসনের নির্দেশে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে । উলেক্ষ দিন দিন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে একাংশ মহলের খবর। এই দিনের আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ব্লক কমিটির সভাপতি কমল দাস সহ খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি অনির্বাণ সরকার । সংবাদে জানা যায়, রেলি করার জন্য আগাম কোনো অনুমোদন দেয় নি মহকুমা প্রশাসন থেকে । তবে মোট ৫০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
janatar kalam Blog রাজ্য পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ রেলি কংগ্রেসের
Leave feedback about this