2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উদয়পুর থেকে পিএা যাওয়ার একমাত্র রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই পূর্ত দপ্তরের

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- এই যেন সড়ক পথ নয়, যেন মনে হয় একটি ফসল করা জমি ।দীর্ঘ পাঁচ বছর ধরে উদয়পুর থেকে পিএা যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরে রয়েছে এই রাস্তাটির উপর দিয়ে উদয়পুর, রাজনগর বড়টিলা, পিএা নিত্যবাজার ও ফোঁটামাটি যাওয়ার একমাত্র রাস্তা। এই রাস্তাটি উপর দিয়ে গাড়ী বাইক যাতায়াতের সময় খুব অসুবিধা সম্মুখীন হতে হয় প্রতিদিন। এই রাস্তাটি মেরামত করার জন্য আগের বাম সরকারকে বহুবার গ্রামবাসির তরফ থেকে দাবি জানিয়ে আসলে ও কাজের কাজ কিছু হয়নি বলে জানায় গ্রামবাসিরা।এখন ফের গ্রামবাসিরা স্থানীয় পঞ্চায়েতে এমনি কি পূর্ত দপ্তর কে দাবি জানিয়ে আসলে ও কাজের কাজ কিছু করিনি দপ্তর।এই রাস্তা দিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং গর্ভবতী মায়েদের এই রাস্তা দিয়ে হাসপাতালে কিংবা চিকিৎসার জন্য নিয়ে যেতে খুবই অসুবিধায় পড়তে হয়। সমান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করার অযোগ্য হয়ে পড়ে। রাজ্য সরকারের কাছে এলাকাবাসিরা দাবি জানান রাস্তাটি যেন অতিসওর মেরামত করে দেওয়া হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service