2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রশাসনকে ঘুমে রেখেই রাজধানীতে দুঃসাহসিক চুরির ঘটনা

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা :- দেশে করোনা আতংকের জেরে দেশের প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী লক ডাউন ঘোষণা দেন। পিছিয়ে ছিল না আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও। দেশ ও রাজ্যের সরকার যে জায়গায় জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার্থে ঘর থেকে না বেরোবার জন্য বার বার আহবান করে যাচ্ছিলেন দেয় জায়গায় মানুষকে ও প্রশাসনকে ঘুমে রেখে তান্ডব চালিয়ে যাচ্ছে চুরের দল। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে ও। জানা যায় গতকাল রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনিষ্ঠিত পশ্চিম থানা সংলগ্ন এক গ্যাসের চুল্লির দোকানে , পাশেই রয়েছে পশ্চিম আগরতলা থানা তা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে দোকানের মালিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে প্রশাসনের নিরাপত্তা নিয়ে ওনার কোনো সন্দেহ নেই কিন্তু প্রশাসন যদি আরো গুরুত্ব দিয়ে নজরদারি চালাতো তাহলে এরকম ঘটনা ঘটতো না বলে ব্যাক্ত করেন তিনি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক লক্ষাধিক টাকা বলে জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service