2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যুৎ সংযোগ সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক বিদ্যুৎ কর্মী

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। আহত বিদ্যুৎ কর্মীর নাম প্রিয়লাল দাস। বর্তমানে আহত বিদ্যুৎ কর্মী গোমতী জেলা টেপানীয়া হাসপাতালে চিকিৎসাধীন। উদয়পুর পশ্চিম ছাতারিয়া এলাকায় বিদ্যুৎ নিগমের কর্মীরা বিদ্যুৎ সংযোগ সারাই করতে গিয়েছিলেন। তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হয় ৪০ বছরের প্রিয়লাল দাস। ঘটনার সাথে সাথে সহকর্মীরা টেপানীয়া জেলা হাসপাতালে নিয়ে আসে প্রিয়লালকে। বর্তমানে বিদ্যুৎ কর্মী চিকিৎসা চলছে হাসপাতালে। তবে এইধরনের ঘটনার ঘটার পেছনে অসচেতনতাই মূল কারণ বলে অভিমত একাংশ জনগণের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service