2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

লক ডাউনে বাজারে লোকজন কম আসায় ক্ষতির সম্মুখীন বাজার ব্যবসায়ীরা

জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর শহরের জামতলা, থানা কর্নার, পুরোনো মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন বাজার গুলিতে প্রতিদিন মরশুমের সুস্বাদু ফল আনারস, তালের আঁটি প্রভৃতি নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। সেই সাথে এই প্রখর রোদে শরীরকে ঠান্ডা রাখার জন্য রসালো ডাব নিয়ে হাজির ব্যবসায়ীরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি খুবই মন্দা। যার ফলে মাথায় চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। এই ব্যাপারে এক ব্যবসায়ী জানান এবছর আনারস, তালের আটি, ডাব বিক্রি করে লাভের জায়গায় উল্টো ঘাটতি হচ্ছে। লক ডাউন চলায় বাজারে তেমন লোকজন নেই যার ফলে বেচা বিক্রিও নেই। মোহনভোগ থেকে আসা এক আনারস বিক্রেতা রেজ্জাক মিয়া জানান চৌদ্দ টাকা করে আনারস ক্রয় করে দশ টাকা করে আনারস বিক্রি করতে হচ্ছে। ফলন ভালো হলেও উৎপাদন অনুযায়ী বিক্রি নেই যার ফলে প্রচুর আনারসে পচন ধরছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service