2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে ফিরে আসল রাজ্যের পরিযায়ী শ্রমিক, রাখা হবে কোয়ারেন্টিনে

জনতার কলম প্রতিনিধি ,এিপুরা, উদয়পুর :- করোনা সংক্রমণের আতংকের জেরে দেশব্যাপী লকডাউনের ফলে বহিঃরাজ্যে আটকে পরে রাজ্যের কিছু শ্রমিক। দেশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দরুন দেশের প্রধানমন্ত্রী আনলক ওয়ান ঘোষণা দেন , তারই পরিপ্রেক্ষিতে আজ ব্যাঙ্গালুরুতে আটকে থাকা এিপুরা রাজ্যের ৫২ জন পরিযায়ী শ্রমিক এিপুরায় ফিরে আসে। তারা প্রত্যেককে চোরাইবাড়ি দিয়ে রাজ্য প্রবেশ করে। পরে একটি বাস দিয়ে তারা গোমতী জেলায় প্রবেশ করে। তাদের প্রত্যেককে জেলা প্রশাসন চন্দ্রপুর কলোনি উচ্চ বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করে। জানা যায় তাদের প্রত্যেকের মেডিকেল টেস্ট করানো হবে এবং ১৪ দিন কোয়ারেন্টানে থাকতে হবে বলে জানা যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service