মঙ্গলবার আই এন পি টির সদর কার্যালয়ে আয়োজিত হল দলীয় কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা কমিটির বৈঠক। এদিনের বৈঠকে দলীয় রাজ্য সম্মেলন,এডিসি নির্বাচন,জাতীয় নাগরিক পঞ্জীকরণ ও বর্তমান রাজনীতি পরিস্থিতি নিয়ে দলীয় পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হবে বলে জানান আই এন পি টির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা।
janatar kalam Blog রাজ্য এডিসি নির্বাচন ও জাতীয় নাগরিক পঞ্জীকরণ এবং দলীয় পদক্ষেপ নিয়ে বৈঠক আই এন পি টির
Leave feedback about this