2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে মামলায় মাতছেন বিশালগড় মহকুমার শাসক ও বিরোধী দল

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা বিশালগড়: বিশালগড় সিপিআইএম মহকুমা অফিসে বিজেপি দুষ্কৃতীর হামলা অভিযোগ বিশালগড় সিপিআইএম এম এল এ ভানুলাল সাহার । অপরদিকে এই বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব অভিযোগ করেন বিশালগড় বিজেপির তিন কার্যকরতাকে পরিকল্পিতভাবে হত্যা করার প্ল্যান করেছেন পার্থ প্রতিম মজুমদার যার নেতৃত্বে আজ তাদের তিন কার্যকরতার উপর আক্রমণ সংঘটিত হয় এবং তাদের হাত ভেঙে দেওয়া হয়। এই নিয়ে বিশালগড় থানায় পার্থ প্রতিম মজুমদার এবং হিমাদ্রি শেখর ঘোষ এর বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশালগড় বিজেপি মন্ডল অফিস। অন্যদিকে সিপিআইএম কর্মী সন্তোষ বিশ্বাস এর উপর আক্রমণ এবং পার্টি অফিসে ঢুকে বিভিন্ন ভাবে হামলা সংঘটিত করা, এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার করে দেন এ ব্যাপারে সিপিআইএম অফিস থেকে বিশালগড় থানায় পাল্টা মামলা করা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service