2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে উদয়পুর মহকুমা প্রশাসক

জনতার কলম, এিপুরা উদয়পুর প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগ হলে কি কি করনীয় সেই সম্পর্কে সচেতন করতে রবিবার উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন চন্দ্র সাগর দিঘীতে একটি মক ড্রিল করা হয়। এই মক ড্রিল এ অংশগ্রহণ করেন উদয়পুর মহকুমা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা টিম, রেড ক্রস সোসাইটি, দমকল বাহিনী সহ স্থানীয় লোকজনেরা। এদিন এই মক ড্রিলে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, ডি সি এম তন্ময় দেবনাথ, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, রেড ক্রস সোসাইটির গোমতী জেলা সম্পাদক সুকুমার দাস প্রমুখ। প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে সাধারণ মানুষ কে রক্ষা করা যাবে সেই বিষয়েই মূলত এদিন মক ড্রিল করা হয়। যাতে করে সঠিক ভাবে সুরক্ষিত ভাবে সকলকে রক্ষা করা যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service