2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উদয়পুর মহকুমা ধীন পাঁচটি জায়গাকে কন্টাইন্টমেন্ট জোন হিসেবে ভাগ করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,উদয়পুর, ৯ জুন:- বিগত সপ্তাহ ধরে গোমতী জেলা সদর উদয়পুর মহকুমা ধীন বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন লোক করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে। যাদের কোনও ট্র্যাভেল হিস্ট্রি নেই অর্থাৎ এরা কোনও করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসার ফলেই সংক্রমিত হয়েছে। তাই যেসব এলাকায় করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে যাদের কোনও ট্র্যাভেল হিস্ট্রি নেই উদয়পুর মহকুমা ধীন এমন পাঁচটি জায়গায় 100 মিটার এলাকাকে কন্টাইন্টমেন্ট জোন হিসেবে ভাগ করা হয়েছে। যাতে করে করোনা সংক্রমণ টা এই নির্দিষ্ট এলাকা থেকে আর অন্য কোথাও ছড়াতে না পারে এবং প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা যাতে আরও স্পষ্ট ও ভালোভাবে পর্যবেক্ষণ চালাতে পারে। উদয়পুরের ধ্বজনগর মোদক পাড়া, রাজনগর বড়টিলা, খিলপাড়া জোড়া দিঘীর পাড়, বারভাইয়া গ্রাম পঞ্চায়েতের নালিয়ামুড়া এবং দক্ষিন বড়মুড়ার নাজিলা পাড়া এই পাঁচটি এলাকাকে সরকারি নির্দেশ অনুযায়ী কন্টাইনমেন্ট জোনে ভাগ করা হয়েছে বলে জানান উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রা। এই পাঁচটি কন্টাইনমেন্ট জোনে 200 পরিবারের রয়েছে বলে মহকুমা শাসক জানান । এই পরিবার গুলির যাতে কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা শাসক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service