2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উত্তর পূর্বে জিএসটি আদায়ের সেরা ত্রিপুরা : নির্মলা সীতারামন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর পূর্বাঞ্চলে মধ্যে জিএসটি কালেকশনে ত্রিপুরা রয়েছে প্রথম স্থানে। শুধুমাত্র ২০২২- ২৩ অর্থবর্ষে রাজ্য থেকে জিএসটি আদায় হয়েছে ৯শ ৮২ দশমিক ৫-০ কোটি টাকা। তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগরতলা এমবিবি বিমান বন্দরে সকালে অর্থমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা , বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য বিশিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যে এসেই প্রশাসনিক বিভিন্ন আধিকারিকদের সাথে মিলিত হন। বিকেলে রাজধানীর নেতাজি চৌমুহনীস্থিত নবনির্মিত সেন্ট্রাল জিএসটি ভবনের অনুষ্ঠানে উদ্বোধন করেন। এখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে জিএসটি কালেকশনে ত্রিপুরা প্রথম সারিতে রয়েছে। 2016-17 অর্থবর্ষে যেখানে রাজ্যের জিএসটি আদায়ের পরিমাণ ছিল ৪.২১ কোটি টাকা, সেখানে ২০২-২৩ অর্থবর্ষে জিএসটি আদায়ের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৯৮২ দশমিক ৫-০ কোটি টাকা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি আদায়ের ক্ষেত্রে অফিসারদের দক্ষতা বৃদ্ধির ওপরও এদিন গুরুত্ব আরোপ করেছেন। অর্থমন্ত্রী বলেন, সমস্ত ধরনের ব্যবসায়ীদের মানসিকভাবে প্রস্তুতি হতে হবে জিএসটি দেওয়ার ক্ষেত্রে। প্রত্যেকের সম্মিলিত প্রয়াশে জিএসটি আদায়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ত্রিপুরার ব্যবসায়ীদের জিএসটি দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে।
ত্রিপুরার জিএসটি আদায়ের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, যেখানে সিঙ্গেল ডিজিট জিএসটি আদায় হত, সেখানে জিএসটি আদায়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে থ্রি ডিজিটে। এদিন, জি এস টি ভবনের উদ্বোধন শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সৌর বিদ্যুৎ পরিচালিত মোবাইল এটিএম ভ্যানের উদ্বোধন করেছেন।প্রসঙ্গত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ভ্রাম্যমান এ মোবাইল ভ্যানটি রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পরিষেবা দেবে। গ্রামীণ ব্যাংকের মোবাইল এটিএম ভ্যান উদ্বোধন শেষ করে অর্থমন্ত্রী মিলিত হবেন গ্রামীণ ব্যাংকের আধিকারিকসহ প্রশাসনিক অন্যান্য আধিকারিকদের সঙ্গে। শনিবারও রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে অর্থমন্ত্রীর।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service