জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন কর্মসূচিতে ৬টি বিষয়ে সাফল্য অর্জনের জন্য ত্রিপুরা রাজ্য ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কারে ভূষিত হয়েছে। তাছাড়াও এই কর্মসূচিতে রাজ্যের পশ্চিম ত্রিপুরা, খোয়াই, সিপাহীজলা, ঊনকোর্টি, ধলাই, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলাকেও পুরস্কৃত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নয়াদিল্লির বিজ্ঞান ভবনের প্ল্যানারি হলে এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে পুরস্কারগুলি তুলে দেন। পুরস্কার স্বরূপ ট্রফি এবং শংসাপত্র দেওয়া হয়৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল এই সংবাদ জানিয়েছেন। প্রধান সচিব জানান, ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কার প্রদানের জন্য ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের ভুমি সম্পদ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ৯টি রাজ্য এবং ৬৮টি জেলাকে এই পুরস্কার দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব জানান, ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন কর্মসূচিতে যে ৬টি বিষয় রয়েছে সেগুলি হলো ল্যান্ড রেকর্ডস কম্পিউটারাইজেশন, ক্যাডাস্ট্রাল ম্যাপের ডিজিটাইজেশন, ক্যাডাস্টাল ম্যাপের সাথে আরওআর-এর সংযোগ, রেজিস্ট্রেশনের কম্পিউটারাইজেশন, ল্যান্ড রেকডর্সের সাথে রেজিস্ট্রেশনের সুসংহত করা, মডার্ন রেকর্ড রুম। প্রধান সচিব বলেন, এই পুরস্কার রাজ্যের জন্য অত্যন্ত গর্বের। রাজ্য সরকারের উল্লেখযোগ্য কাজগুলি স্বীকৃতি পাচ্ছে। তাছাড়াও তিনি ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন কর্মসূচির ৬টি বিষয়ের অগ্রগতিতে রাজ্য সরকারের উদ্যোগসমূহ তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এ, ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা তড়িৎ কান্তি চাকমা, ভূমি লেখা ও বন্দোবস্তু অধিকারের উপঅধিকর্তা শান্তিময় দেববর্মা, সিস্টেম এডমিনিস্ট্রেটর তাপস চৌধুরী ও রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব প্রদীপ আচাৰ্য্য।
রাজ্য
ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন কর্মসূচিতে সাফল্য অর্জনের জন্য ত্রিপুরা রাজ্য ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কারে ভূষিত
- by janatar kalam
- 2023-07-19
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this