2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জনজাতিদের উন্নয়নের জন্য ২০২৪ সালে আবার নরেন্দ্র মোদিরই দরকার: রেবতী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২৫ বছরে বঞ্চিত হয়েছে জনজাতিরা।জনজাতিদের আসল উন্নয়ন করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই জনজাতিদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো দরকার নরেন্দ্র মোদিকে। বললেন সাংসদ রেবতী ত্রিপুরা। উন্নয়নের জন্য যদি টেবিলের উপরে ওঠে নাচতে হয় , আন্দোলন করতে হয় তাহলে এই রাজনীতি করে লাভ নেই। গত ২৫ বছর সিপিআইএম ত্রিপুরার উপজাতিদের জন্য কোন উন্নয়ন প্রকল্প হাতে নেয়নি। ত্রিপুরায় উপজাতিদের উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই জনজাতিদের উন্নয়নের জন্য ২০২৪ সালে আবার নরেন্দ্র মোদিরই দরকার। সুতরাং উপজাতিদের আরো বেশি করে বিজেপি দলে টেনে আনা প্রয়োজন। মঙ্গলবার বিজেপির সাংগঠনিক জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। খোয়াই জেলা জনজাতি মোর্চার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চাকমাঘাট কমিউনিটি হলে। সভাতে – অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, এম ডি সি বিদ্যুৎ দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সম্পাদক বিজন কর, কৃষ্ণপুর বিজেপি মন্ডল সভাপতি তপন নম দাস, পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যান্যরা। এদিনের এই সভায় খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি মোর্চার সদস্য সদস্যা, নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service