2025-02-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে জোর কদমে রাজধানী আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে চলছে প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
প্রতিটি জনজাতির মধ্যেই ভিন্ন ভিন্ন রীতিনীতি প্রচলিত রয়েছে। তারা তাদের বিশ্বাস এবং যুক্তি দিয়ে বছরের পর বছর সেগুলি পালন করে আসেন। সেই রকমই রাজ্যের একটি ঐতিহ্যবাহী উৎসবক কের পূজা। এই পূজার প্রচলন করেছিলেন রাজ্যের রাজারা। যুগ যুগ ধরে সেই পূজা একই রকম ভাবে চলে আসছে। তবে বর্তমানে সময়ের সাথে সেই পূজাতেও কিছুটা পরিবর্তন এসেছে। কের পূজোর সমস্ত খরচ বহন করা হয় ত্রিপুরা সরকারের তরফ থেকে। রাজ্যের আদি জনজাতি মানুষ কের পুজো করেন। তাদের বিশ্বাস এই পুজো মূলত রোগ ব্যাধি দূর করতে এবং শত্রুর কু নজর থেকে তাদেরকে বাঁচাতে সাহায্য করে। আর সেই বিশ্বাস নিয়েই খার্চি পূজা শেষ হবার সাত দিন পর অনুষ্ঠিত হয় এই পূজা। কের কথার অর্থ সীমানা বা গণ্ডি। আগে এই কের আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ ও পুরাতন আগরতলায় পুরাতন হাভেলিতে অনেকটা জায়গা জুড়ে হতো। এখন কালের বিবর্তনে কের পূজার গণ্ডি অনেকটাই কমিয়ে আনা হয়েছে। পরম্পরাগতভাবেই আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের এক কোণে এই পূজার আয়োজন করা হয়। প্রথা মেনে সোমবার রাত ১০ টা থেকে লাগবে কের। মঙ্গলবার সকালে হবে পুজো। বুধবার ভোর পাঁচটায় ছাড়বে কের। পূজা শুরু হওয়ার আগে সোমবার রাত সাড়ে নটার সময় তোপ ধনির মাধ্যমে সতর্ক করা হবে জনগণকে। কের চলাকালীন নির্ধারিত এলাকায় জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকে। তাই তোপ ধনির মাধ্যমেই সতর্ক করা হবে জনগণকে। এদিকে কের পূজাকে সামনে রেখে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে চলছে এখন জোরদার প্রস্তুতি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service