2024-11-25
agartala,tripura
রাজ্য

ছাত্র স্বার্থ বিরোধী পদক্ষেপ রুখতে ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে এগিয়ে আসার আহ্বান : AIPSF

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সবকটি সাধারণ ডিগ্রী কলেজে চলছে এখন ভর্তি প্রক্রিয়া। তবে নয়া জাতীয় শিক্ষানীতির নাম করে এবছর কলেজগুলিতে ভর্তি ফি এক লাফে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা। এই অবস্থায় কলেজ গুলিতে ভর্তির ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে অতি সম্প্রতি উচ্চ শিক্ষা অধিকর্তার অফিসে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে গণডেপুটেশন প্রদান করে বর্ধিত ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাই অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম ত্রিপুরা ইউনিট। কিন্তু গনডেপুটেশন প্রদানের কর্মসূচি এক সপ্তাহ অতিক্রম হলেও এখনো পর্যন্ত সিদ্ধান্ত প্রত্যাহারের কোন ঘোষণা নেই সরকারের। বরং একই কাঠামোতে ভর্তি প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। তাই আগামী সাত দিনের মধ্যে বর্তমান ফ্রি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার সহ যারা ইতিমধ্যেই জমা করেছে তাদের বর্ধিত ফি ফেরত দিতে হবে। সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে এবার কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের ত্রিপুরা ইউনিটের সাধারণ সম্পাদক দেবাশীষ ভৌমিক। রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান সাত দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিন গোটা রাজ্যে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিক সম্মেলনে ছাত্রনেতা শ্রী ভৌমিক বলেন জাতীয় শিক্ষানীতি রূপায়ণের এই হচ্ছে আসল উদ্দেশ্য যা সরকারি প্রচারে আনা হয় না। নয়া শিক্ষানীতির সুপারিশেই আছে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ব্যয় কম করার কথা অর্থাৎ ছাত্রদের থেকে পুরো টাকা তুলে আনা। সংগঠন মনে করে শিক্ষার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা সরকারের দায়িত্ব। কেননা সরকার চলে শ্রমজীবী মানুষের করের পয়সায়। কিন্তু ঘটনা হচ্ছে সরকার বর্তমানে সরকারি শিক্ষাকে গুটিয়ে নেওয়ার নীতি রূপায়ন করেছে। তাদের লক্ষ্য একটাই শিক্ষা বেসরকারিকরণ ও বাণিজ্যকরন। এর বিরুদ্ধে সংগঠনের লড়াই আগামী দিন অব্যাহত থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service