জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৬ শে জুন রাজ্যের ঐতিহ্যবাহী খারচি মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা :মানিক সাহা , উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী,জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সাত দিনব্যাপী এই মেলায় রাজ্য এবং বহিরাজ্য থেকে ভক্ত বৃন্দের সমাগম হবে লক্ষণীয়। গত বছরের তুলনায় এই বছরে ভক্তবৃন্দের সংখ্যা বেশি সংখ্যক হবে বলে জানান , খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। শনিবার পুরাতন আগরতলা ব্লক অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে শ্রী চক্রবর্তী জানান, মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর।নিরাপত্তা রক্ষায় থাকবে টি এস আর, পুলিশ ও মেলা কমিটির স্বেচ্ছাসেবকরা। সাত দিন ব্যাপী আয়োজিত উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মেলায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব রকম ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা যায়। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও জেলা এবংমহকুমা প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে।
রাজ্য
সাত দিনব্যাপী খারচি মেলায় রাজ্য এবং বহিরাজ্য থেকে ভক্ত বৃন্দের সমাগম হবে লক্ষণীয় : রতন
- by janatar kalam
- 2023-06-24
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this