2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সেবা, সুশাসন গরিব কল্যানে সরোজ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজাদি কা অমৃত মহোৎসব এবং নয় বছরের সেবা, সুশাসন গরিব কল্যাণ কর্মসূচি উপলক্ষে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সেন্ট্রাল বিউরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে গত ১৯, ২০, এবং ২১ জুন সিপাহীজলা জেলার বিশালগড় টাউন হলে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সরোজ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী দেশাত্মবোধক গান, নাটক, নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন আধিকারিক সুদীপ্ত কর।এছাড়াও ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সংগীত নাটক বিভাগের অনুমোদিত সরোজ সাংস্কৃতিক সংস্থার কর্ণধার তাপস আচার্য জানান, গোটা রাজ্য ব্যাপী সরোজ সাংস্কৃতিক সংস্থা ভারত সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির উপর এই জাতীয় অনুষ্ঠান সংঘটিত করে থাকে। বিশালগড়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি প্রেমী মানুষদের মন জয় করেছে সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পিবৃন্দ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service