জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রোমান স্ক্রিপ্ট এর দাবিতে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন বুধবার রাজভবন অভিযানে শামিল হয়। এদিন ছাত্র-ছাত্রীরা আগরতলা রাধানগর থেকে রেলি করে রাজভবন এর উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউজ আসার পরে পুলিশ তাদের আটকে দেয়। এখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করতে যায়। টিএসএফ নেতৃবৃন্দের দাবি বহুকাল ধরে উপজাতিরা রোমান হরফে স্ক্রিপ্ট লিখে আসছে। কেননা বেশিরভাগ উপজাতিরা রোমান হরফে স্ক্রিপ্ট লিখতেই অভ্যস্ত। বাংলা কিংবা ইংরেজি হরফে স্ক্রিপ্ট লিখতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যার ফলে রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার জন্য রাজ্য সরকারের অনুমোদন চাইছে জনজাতি অংশের শিক্ষিত মানুষ। যতদিন না পর্যন্ত জনজাতিদের দাবি পূরণ না করবে সরকার ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছে নেতৃবৃন্দ।
রাজ্য
রোমান স্ক্রিপ্ট এর দাবিতে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে রাজভবন অভিযান
- by janatar kalam
- 2023-06-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this