জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতবর্ষের অন্যান্য বৈদিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ত্রিপুরার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ও অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। এখানে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত লাভ করা যায় ,মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছর কার্যকালের ব্যাপক প্রচার ও প্রসার ঘটাতে দেশব্যাপী কর্মসূচি নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সঙ্গে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সরকারের মন্ত্রী এমএল এও সাংসদরা এই প্রচার কর্মসূচি রূপায়ন করে চলেছে। এই কর্মসূচির বৃহস্পতিবার দিন ছিল বিকাশ তীর্থ। বিকাশ তীর্থ কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা পরিদর্শন করেন কেন্দ্রীয় সংস্কৃতি বিশ্ববিদ্যালয়।কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ফ্যাকাল্টিদের সাথে। যদিও এই সময়ে গ্রীষ্মের ছুটি থাকায় ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা কিংবা কথা হয়নি মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সত্যি অত্যাধুনিকভাবে গড়ে তোলা হয়েছে এই সংস্কৃত বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে একলব্য কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়টিতে উপজাতি ছাত্রীদের সংখ্যা সবচেয়ে বেশি। এই বিশ্ববিদ্যালয়টির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে উপজাতি অংশের বিদ্যার্থীরা। বিকাশ তীর্থ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলস্টেশন পরিদর্শনেও গিয়েছেন এদিন। এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিপুরাকে দেওয়া সমস্ত প্রকল্প গুলি ঘুরে দেখবে বিভিন্ন মন্ত্রী বিধায়ক ও সাংসদরা।তারপরেই জনসমক্ষে তুলে ধরা হবে সংশ্লিষ্ট প্রকল্পগুলির সুবিধা অসুবিধা তথ্য।
রাজ্য
সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-06-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this