জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র দাবদাহে জেরবার সাধারণ মানুষ। গত কদিন ধরে তীব্র অস্বস্তিতে চলছে জনজীবন। স্বাভাবিক জনজীবনে ফিরতে বৃহস্পতিবার সকালে পৌরাণিক বিশ্বাস অনুসারে বৃষ্টির জন্য কসবেশ্বরী কালী মন্দিরে সেখানকার হিন্দু রমণীরা কমলা সাগর দিঘী থেকে জল তুলে মায়ের মন্দিরে ঢাল ছিল। পৌরাণিক মতে প্রায় ৫৫০ বছর পুরনো কমলা সাগরের কসবেশ্বরী কালী মন্দির।মন্দিরটিকে নিয়ে বহু কাহিনী ও সংস্কার রয়েছে মানুষের মনে। তীব্র খরায় কমলা সাগর থেকে জল তোলে মায়ের মন্দিরে জল ঢাললে, বৃষ্টি নাকি হবেই হবে। ঘটনা সত্যি হোক আর কোন সংস্কারই হোক, বৃহস্পতিবার সকালে হিন্দু রমণীরা মায়ের মন্দিরে জল ঢালার সঙ্গে সঙ্গেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। ক্ষণিকেই নেমে আসে বৃষ্টি। অভিমত স্থানীয় রমণীদের।
রাজ্য
কাকতালীয়ভাবে ভক্তি ও বিশ্বাসের প্রতিফলন
- by janatar kalam
- 2023-06-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this