2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের গ্রাম পাহাড়ে কাজ নেই : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেগায় গত বছরের তুলনায় এ বছর এক তৃতীয়াংশ বাজেট কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে গ্রামেগঞ্জে রেগায় বরাদ্দ কাজ পাচ্ছে না শ্রমিকরা। শহরাঞ্চলে বদ্ধ হয়ে পড়েছে টুয়েপ প্রকল্প। যার মাধ্যমে শহরাঞ্চলের শ্রমিকরা বছরের একটা নির্দিষ্ট সময় কাজ পেত। বর্তমানে সমস্ত প্রকল্প বন্ধ করে রেখেছে। আইসিডিএস প্রকল্পে বেতন পাচ্ছে না অঙ্গনওয়াড়ি কর্মীরা।বিশেষ করে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আইসিডিএস প্রকল্পের মুখ থুবড়ে পড়েছে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই তার দেওয়া প্রতিশ্রুতি পালন করে না।মুখ্যমন্ত্রীর দেওয়া একটা উদ্ধৃতি উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন গ্রামের উন্নয়ন না হলে কাঙ্খিত উন্নয়ন হবে না “। জিতেন্দ্র চৌধুরী এদিন প্রশ্ন তুলে বলেন কোথায় হচ্ছে গ্রামের উন্নয়ন ?

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service