জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত এক বছরে সারা দেশে ট্রেন দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। গড়ে প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ ট্রেন দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে। প্রাথমিক তদন্তে প্রকাশ ভুল সিগন্যালের জন্য ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। বললেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শ্রী সরকার দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তবে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি মানিক সরকার। বলেন, রেল দপ্তরে কয়েক লক্ষ শূন্য পদে রয়েছে যার ফলে কর্মী সল্পতা ও রয়েছে দপ্তরে। কেন্দ্রীয় সরকার এ সমস্ত শূন্য পদগুলি পূরণ না করে আধুনিক নতুন নতুন ট্রেন চালু করছে ঘটা করে।সরকারকে এই ভয়াবহ দুর্ঘটনার পরে ভাবতে হবে রেলমন্ত্রকে নিয়ে।
রাজ্য
ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা মানিকের
- by janatar kalam
- 2023-06-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this