2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গ্রামীন এলাকার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের ১০ শতাংশ মহিলা সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করছে। মহিলারা অনুভব করছে তারাও যে সরকারের সমস্ত উন্নয়ন কাজের ভাগীদার।বর্তমানে ৪ লক্ষ বিশ হাজার উপরে মহিলা স্বনির্ভর গোষ্ঠী গ্রামাঞ্চলে কাজ করে চলেছে। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। গ্রামাঞ্চলে টিআরএলএম এর মাধ্যমে প্রভূত উন্নয়ন সাধন হচ্ছে মহিলাদের। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের স্বনিযুক্তি দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে সরকার। তার জন্য গ্রামীণ স্তরে সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা আরও দায়িত্বশীল হতে হবে তবেই মহিলাদের আরও বেশি করে সরকারের উন্নয়ন কাজের ভাগীদার করা যাবে। বর্তমানে 10 শতাংশের উপর মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলির মাধ্যমে সরাসরি সরকারের সাথে যুক্ত রয়েছে। টি আর এল এম এর মাধ্যমে গ্রামাঞ্চলে তিনটি পর্যায়ে কাজ করছে মহিলারা। প্রথমত স্বনির্ভর গোষ্ঠী দ্বিতীয়তঃ ভিলেজ অর্গানাইজেশনস তৃতীয়ত ক্লাস্টার লেভেল ফেডারেশন। বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক রাজ্য স্তরের পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।গ্রাম উন্নয়ন দপ্তরের বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বলেন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় রাজ্যের গ্রামীণ স্তরের মহিলা ও বেকার যুবক-যুবতীদের কৃষি ও পশুপালনের মাধ্যমে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা চলছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় প্রতিটি দোকানদারকে ইন্সুরেন্সের আওতায় নিয়ে আসা। যাতে করে আকস্মিক অগ্নিকাণ্ড থেকে শুরু করে যে কোন দুর্যোগে তারা ঘুরে দাঁড়াতে পারে। তার উপর আরও গুরুত্ব আরোপের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। গ্রামীন এলাকার রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান সহ অন্যান্য সমস্যার সমাধানের জন্য আমার সরকার নামে রাজ্য সরকার একটি পোর্টাল খুলেছিল। যার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলি অল্প সময়ের মধ্যে প্রশাসনের গুচরে নেওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন আমার সরকার পোর্টালটিও বর্তমানে ঠিকঠাকভাবে চলছে না। সেটার প্রতিও আধিকারিকরা আরও বেশি গুরুত্ব আরোপ করতে হবে।এদিনের পর্যালোচনা বৈঠকে মুখ্য সচিব জে,কে সিনহা সহ গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন ব্লকের বিডিওরা উপস্থিত ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service