2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আগুনে পুড়ে ছাই এক গৃহবধূ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মিভুত এক গৃহবধূ । ঘটনা শান্তির বাজারের মাষ্টার পাড়া এলাকায় । জানা যায় , সোমবার বেলা আনুমানিক ১১ টা নাগাদ রাস মোহন দেবনাথের বাসভবেন অগ্নিসংযোগ ঘটে এবং পুড়ে ছাই হয়ে যায় একটি বসতঘড় । আগুনের হাত থেকে রক্ষা পাননি ঘরে থাকা গৃহবধূ মনিকা দেবনাথ ভৌমিক । ঘরে থাকা ২ টি গ্যাসের সিলিন্ডার ফেটে এই বিধ্বংসী অগ্নিকান্ড সংঘটিত হয় বলে জানা গেছে । ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না । আগুনে ভস্মিভুত গৃহবধুর স্বামী টিএসআর নবম ব্যাটেলিয়ানে কর্মরত। পাড়া প্রতিবেশীরা দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে |তবে গৃহবধূকে রক্ষা করা সম্ভব হয়নি । তাছাড়াও, শান্তির বাজার মহকুমার মাষ্টার পাড়া এলাকায় রাস্তা ও জলের সংকট রয়েছে। রাস্তা কম প্রশস্ত হওয়ায় অগ্নি নির্বাপকের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে বলে জানা গেছে । গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকাজুরে নেমে এসেছে শোকের ছায়া।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service