2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দলের নাম ভাড়িয়ে কোন ধরনের অনৈতিক কাজে কেও যুক্ত হলে দল তাদের পাশে দাঁড়াবে না : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুরের গুরুকুল কমিউনিটি হলঘরে মন্ডলের বিভিন্ন স্তরের পদাধিকারী একনিষ্ঠ কার্যকর্তাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির ১০-মজলিশপুর মন্ডলের গুরুত্বপূর্ণ কার্যকারিণী বৈঠকে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী । গুরুত্বপূর্ণ কার্যকারিণী বৈঠকের শুরুতেই তিনি সেখানে উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে দলের চলমান সাংগঠনিক কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন এবং নিজ বিধানসভা কেন্দ্রে দলের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে মূল্যবান পরামর্শ দান করেন। কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন মতাদর্শ, জাতি, ধর্ম, অর্থনৈতিক স্বার্থ এবং কর্মপন্থার বিভিন্নতার ঊর্ধ্বে ওঠে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অউর সবকা প্রয়াস” এই মূলমন্ত্রে আমাদের সবাইকে জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে। তাই নিয়মিতভাবে ধৈর্য সহকারে জনগণের অভাব অভিযোগ শুনতে হবে এবং তাদের উত্থাপিত সমস্যার সমাধান করতে হবে। আমাদের দল হচ্ছে মতাদর্শ ভিত্তিক সুসংবদ্ধ সংগঠনের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি দল। আমাদের দলের সংগঠনের প্রতিটি কার্যকর্তার মূল লক্ষ্য দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। আরো বেশি করে জনসমর্থন আদায়ের জন্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও, বিভিন্ন সমাজ সেবামূলক আর্থ-সামাজিক বিষয়াদি নিজ কর্মসূচিতে সন্নিবেশিত করতে হবে। ঐক্যবদ্ধ ও সংগঠিত ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির মজবুত সংগঠন। দলের বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে কিংবা কর্ম পদ্ধতি নিয়ে দলের সদস্যদের মধ্যে মতভেদ থাকতে পারে। কিন্তু একটি দল হিসাবে বিরাজ
করার জন্য এর সদস্যদের মধ্যে মতাদর্শের মূলগত ঐক্য থাকতে হবে।
বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের সারা বছর নির্দিষ্ট কর্মসূচি থাকে। এই কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করার জন্য নিয়মতান্ত্রিক এবং সংবিধানসম্মত পদ্ধতিতে অগ্রসর হতে হবে। তিনি আরো বলেন, দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের প্রতিটি কার্যকর্তাকে জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হতে হবে। সমগ্র জাতির স্বার্থ সাধনে আত্মনিয়োগ করতে হবে আমাদের দলের প্রতিটি কার্যকর্তাদের। ইতিহাস সাক্ষী আছে, জনগণের স্বার্থের কথা মাথায় না রেখে যে রাজনৈতিক দল কাজ করে জনগণ তাদের ছুড়ে ফেলে দেয়। জনগণের স্বার্থের জন্য না কাজ করে শুধুমাত্র নিজেদের ব্যক্তিস্বার্থের জন্য কাজ করা অনেক রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।
আমাদের মজলিশপুর বিধানসভা কেন্দ্রের সমসাময়িক সমস্যাদি সম্পর্কে অবিরত আলাপ-আলোচনার মাধ্যমে নিজ মতাদর্শের অনুকূল জনমত গঠনের চেষ্টা করে যেতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হল জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা। এই মানসিকতা নিয়ে কাজ করে গেলে আমাদের দেশ ও রাজ্যের লাভ হবে।
ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে একই মনমানসিকতা ও মতাদর্শে সুসংবদ্ধ হতে হবে । তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য ও কর্মস্পৃহা থাকতে হবে। তিনি আজকের কার্যকারিনী বৈঠকে উপস্থিত সকল স্তরের জনপ্রতিনিধি, পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়মিতভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলার জন্য বলেন। এলাকার প্রতিটি জনগণের সুখে-দুঃখে বিপদে-আপদে পাশে থাকার জন্য তিনি মজলিশপুর মন্ডলের কার্যকর্তাদের নির্দেশ প্রদান করেন। দলের নাম নাম ভাড়িয়ে কোন ধরনের অনৈতিক কাজে কেউ যুক্ত হলে নিকট ভবিষ্যতে দল তাদের পাশে দাঁড়াবে না, আজকের এই বৈঠক থেকে এই বার্তাও দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকের এই গুরুত্বপূর্ণ কার্যকারিনী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সহ মন্ডলের অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা।।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service