2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমেই জাতির উন্নয়ন চায় মথা : প্রদ্যুত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যক্তিগত আক্রমণ না হওয়াটাই ভালো। আমাকে কেউ কিছু বলছে তাতে আমার কিছুই যায় আসে না, কেননা আমি কারো কাছ থেকে সার্টিফিকেট চাইনি। আমার আন্দোলন রাজনৈতিক নয়, একটা জাতির জন্য আন্দোলন। স্পষ্ট জানালেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। ব্যক্তিগত আক্রমণকে পরোয়া করে না প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন কারো কাছ থেকে সার্টিফিকেটও চায়নি।প্রদ্যুৎ কিশোর দেব বর্মন একটি জাতির উন্নয়নের জন্য আন্দোলন করে চলছে। যেখানে উপজাতিদের দৃষ্টি সংস্কৃতি পরম্পরা ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সেখানে কাউকে হেয় প্রতিপন্ন করাটা শোভনীয় নয়। রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করতে চায় না তিপরাসা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমেই জাতির উন্নয়ন চায় তিপরা মথা। বললেন, প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। আগামী এক মাসের মধ্যেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা হবে তিপরা মথার। সেই লক্ষ্যে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে দল। শুক্রবার রাজ্যে এসেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিয়েছে প্রদ্যুৎ কিশোর। সাংগঠনিক বৈঠক শেষেই বৃহত্তর আন্দোলন প্রস্তুতি নেবে তিপরা মথা। প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের সিনিয়র লিডারদের সঙ্গে কথা বলে দেখা করবে রাজ্য সরকারের সাথে। বলেন, দিল্লিতে অমিত শাহের সাথে সোহার্দ্যপূর্ণ আলোচনা হলেও। রাজ্যে শোনা যাচ্ছে উল্টু সুর। সেটা মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। কোনটা সত্য বলা মুশকিল। তবে আমি সরকারের সাথে কথা বলবো, বেকারদের কর্মসংস্থান সহ উপজাতিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। প্রসঙ্গত গত দুদিন ধরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে এনেছে সামাজিক মাধ্যম। মুখ্যমন্ত্রী যেমন এই ধরনের প্রচারের প্রসঙ্গে প্রশ্ন করলে নস্যাৎ করে দিয়েছে তেমনি প্রদ্যুৎ কিশোর দেব বর্মনও বিষয়টিকে তেমন আমল দেয়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service