জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে রাজ্য সরকার ক্রীড়াক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহী করে তোলার উপর গুরুত্ব দিয়েছে। এতে খেলাধুলার বিকাশ যেমন ত্বরান্বিত হবে তেমনি নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলাও সম্ভব হবে। আজ বিলোনীয়ায় রাজ্যভিত্তিক অনুর্ধ ১৭ বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উল্লেখ্য, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ থেকে বিলোনীয়ায় শুরু হয়েছে রাজ্যভিত্তিক অনুর্ধ ১৭ বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতা। বিকেআই মাঠে রবীন্দ্রসার্ধ শতবার্ষিকী মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। প্রতিযোগিতার উদ্বোধন করে সমবায় মন্ত্রী আরও বলেন, ক্রীড়া প্রতিভার বিকাশে বিদ্যালয়গুরে খেলাধূলার উপর সরকার গুরুত্ব দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিকেআই সিন্থেটিক টার্ফ মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী ধলাই ও গোমতী জেলার খেলোয়াড়দের সাথে পরিচিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্ৰ গোপ৷ স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপঅধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১৩মে সমাপ্ত হবে। প্রতিযোগিতায় ৯টি দল অংশ নিয়েছে।
রাজ্য
সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে ক্রীড়াক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হচ্ছে : সমবায় মন্ত্রী
- by janatar kalam
- 2023-05-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago




Leave feedback about this