2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষক বদলির প্রতিবাদে টিলাবাজার ও বাবুর বাজারের মূল সড়ক অবরোধ করেছে টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সংবাদে প্রকাশ টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কেমিস্ট্রির শিক্ষক বিভাস দত্ত দীর্ঘদিন ধরে সেই স্কুলে শিক্ষকতা করছেন। সম্প্রতি তাকে কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করায় ,ছাত্র-ছাত্রীরা বিষয়টি মেনে নিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। পরবর্তী সময়ে স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। তাদের দাবি বিভাস দত্তকে টিলাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহাল রাখা হোক নতুবা তাদের পঠন-পাঠনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service