জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভগবান বুদ্ধের জন্মজয়ন্তী উপলক্ষে নানাবিদ কর্মসূচির আয়োজন করেছে বুদ্ধ কল্যাণ সমিতি।বুদ্ধত্ব লাভ, এবং মহাপরি নির্বাণ বুদ্ধের ২৫৬৭ তম বৈশাখী পূর্ণিমাকে সামনে রেখে বৃহস্পতিবার রাইমাভ্যালি বৌদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে গন্ডাছড়া মহকুমার সমস্ত বৌদ্ধ ধর্মালম্বীরা মিলে সকাল 8 ঘটিকায় মহাকুমার বিভিন্ন পথ ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে পরিক্রমা করে। পাশাপাশি মহকুমা হাসপাতালের দুঃস্থ রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করেছে। বৌদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে আগামী দিনে এ ধরনের উদ্যোগকে আরও বড় ভাবে করার পরিকল্পনা রয়েছে বলে জানান কর্মকর্তারা | সমিতির পক্ষ থেকে পৃথিবীর সকল প্রাণীর মৈত্রীময় মঙ্গল কামনা করেছেন।
রাজ্য
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ফল মিষ্টি বিতরণ
- by janatar kalam
- 2023-05-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this