জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদ পালন ও মৎস্যচাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নে এই দুটি ক্ষেত্রের বিকাশেও সরকার অগ্রাধিকার দিয়েছে। গতকাল ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাভিত্তিক প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের এক পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। পর্যালোচনা সভায় তিনি ধলাই জেলায় প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির খোঁজখবর নেন। পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী বলেন, প্রাণীসম্পদ পালন ও মৎস্যচাষের মধ্য দিয়ে রাজ্যের গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ ও রোজগার বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ সমস্ত কর্মসুচির সুযোগ জেলার প্রান্তিক জনপদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে আন্তরিক। মুখ্যমন্ত্রী রাজ্যকে মৎস্য ও প্রাণীজ খাদ্যে স্বয়ম্ভর করে তুলতে গুরুত্ব আরোপ করেছেন। এই দুটি দপ্তরেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। এ সমস্ত প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আরও যত্নবান হতে হবে। মৎস্যচাষের ক্ষেত্রে জেলায় যে সমস্ত জলাশয় রয়েছে তাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রাণীপালন ও মৎস্যচাষের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার অর্থনীতি সুদৃঢ় হলে রাজ্যের আর্থিক বিকাশও ত্বরান্বিত হবে।
পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা সঞ্জীব দাস এবং মৎস্য দপ্তরের উপঅধিকর্তা টিকেন্দ্রজিং জমাতিয়া জেলায় গত অর্থবছরে প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মাধ্যমে যে সমস্ত কর্মসূচি রূপায়িত হয়েছে তা তুলে ধরেন। তাছাড়াও সভায় এই দুটি দপ্তরের আগামী অর্থবছরের কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক পল দাংশু, বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং ধলাই জিলা পরিষদের সহকারি সভাধিপতি অনাদি সরকার, প্রাণীসম্পদ বিকাশ ও মংসা দপ্তরের প্রধান সচিব বি মিশ্র, মংসা দপ্তরের অধিকর্তা মোসলেম উদ্দিন আহমেদ, জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ।
রাজ্য
গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদ পালন ও মৎস্যচাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মৎস্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-04-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this