লক ডাউন এর ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলো উদয়পুর খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক /অশিক্ষক কর্মচারী বৃন্দ। শনিবার খিলপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় খিলপাড়া ও পশ্চিম খিলপাড়া গ্রামের লক ডাউনের ফলে অর্থ নৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত লোধ, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, খিলপাড়া ও পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের প্রধান দ্বয় যথাক্রমে মানিক চক্রবর্তী ও শিখা দাস , বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী সহ বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারম্যান হরেকৃষ্ণ আচার্য । ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি এদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকার চেক তুলে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপন বিস্বাস। এদিন শতাধিক দরিদ্র ও অসহায় লোকজনদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত কর্মচারী বৃন্দের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ।
janatar kalam Blog রাজ্য ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষদের পাশে উদয়পুর খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, উপস্থিত ছিলেন কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়
Leave feedback about this