2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপি বিশেষ শিবির উপলক্ষে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-তীব্র তাপদেহের মধ্যে জনজীবন একপ্রকার বিপর্যস্ত। এরপরেও প্রাকৃতিক এই দুর্যোগকে মোকাবেলা করে জনজীবন যেন চলছে স্বাভাবিক গতিতেই। এই অবস্থায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের সঠিক দিশা দেখানোর লক্ষ্যে চালু রয়েছে জাতীয় সেবা প্রকল্প তথা এন এস এস। এই প্রকল্পের অধীনে বিভিন্ন স্কুলের স্কুলে চলছে এখন বিশেষ সপ্তাহব্যাপী শিবির। শিবির গুলিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নানা বিষয়ে শিক্ষা নিয়ে আগামী দিন সঠিক পথে চলার চেষ্টা করছেন। নিজেদের শিক্ষা অর্জনের পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও অংশ নিয়ে থাকেন তারা। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল সোমবার আগরতলা সখিচরণ বিদ্যানিকেতনে। স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপি বিশেষ শিবির উপলক্ষে এদিন অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। মহতি এই কর্মসূচির উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ছিলেন এনএসএসের রাজ্য অধিকর্তা সহ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুধীর মজুমদার, বর্তমান প্রধান শিক্ষক শুভাশিস বিশ্বাস সহ আরো অনেকে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service