জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় সম্পন্ন। আগামী ১৮ এপ্রিল মাধ্যমিকের ভোকেশনাল পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হবে মাধ্যমিক পরীক্ষা। একইভাবে উচ্চমাধ্যমিকে ১৭ এপ্রিল কম্পিউটার সাইন্স ও মিউজিক এবং ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোকেশনাল পরীক্ষা। যদিও এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অতি নগণ্য। এর পরই শুরু হতে চলেছে উত্তরপত্র মূল্যায়নের কাজ। চলতি মাসের চতুর্থ সপ্তাহে শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া। এর জন্য এখন চলছে প্যাকেটিং এর কাজ। এবারই প্রথমবারের মতো প্রতিটি প্যাকেটে ১৮টি করে উত্তরপত্র থাকবে। একজন শিক্ষক প্রতিদিন একটি করে প্যাকেট দেখবেন। এছাড়া জুন মাসের প্রথম সপ্তাহেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফলাফল ঘোষণা করবে পর্ষদ। সোমবার পর্ষদ কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। এদিন তিনি আরো জানান, উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত শিক্ষকরা প্রত্যেকেই গেজেটেড শিক্ষক। এই শিক্ষকদের তালিকা তৈরি করারও কাজ চলছে। তবে খাতা দেখার কাজ কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
রাজ্য
জুন মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে পর্ষদ
- by janatar kalam
- 2023-04-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this