2025-01-13
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জেলা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের হাই কমান্ডের নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলছে এখন সমাজ সেবামূলক নানা কর্মসূচি। দল ও তার গণসংগঠনগুলি পৃথক পৃথকভাবে সংঘটিত করছে বহুবিধ কর্মকান্ড। তারই অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার চন্দ্রপুর আইএসবিটি প্রাঙ্গণে সদর শহর জেলা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান। একই সাথে এদিন সংগঠনের তরফে দুস্থ পথচারী ও শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয় মিষ্টি। দলের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহসভাপতি সুকান্ত ঘোষ এবং যুব মোর্চার জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে পার্টির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, এই সাফাই অভিযানের মধ্য দিয়ে দল সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চায় যে, মানুষের মনে যে মৌলীনতা তা দূর করে স্বচ্ছ ভাবনাই চলার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service