2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সিঁদুর খেলায় মত্ত মহিলারা মায়ের বিদায় বেলায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হিন্দু বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ নিয়ে ব্যস্ত। তার মধ্যে অন্যতম পার্বণ শারদীয়া দুর্গোৎসব। একবার আশ্বিন মাসে আরেকবার চৈত্র মাসে বাসন্তী দেবী নামে দেবী দুর্গা পুজিত হন।প্রতিবছরই দশমীতে সিঁদুর খেলায় মত্ত হয় মহিলারা। দুর্গাপূজা সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের গুরুত্বপূর্ণ উৎসব। যে উৎসব শরৎকালেই হোক কিংবা বসন্তেই হোক না কেন। তবে শরৎকালের শারদীয় উৎসব বৃহৎ পরিসরে হলেও বসন্তকালের বাসন্তী পূজা কালক্রমে কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে। দিন দিন বাড়ছে এই পূজার সংখ্যা। একটা সময় বিভিন্ন মন্দির কিংবা বনেদি পরিবারের মধ্যেই বাসন্তী পূজা সীমাবদ্ধ ছিল। কিন্তু ছোট্ট এই রাজ্যে এখন বেশ কিছু সংখ্যক ক্লাব ও বহু বাড়ি ঘরে আয়োজন করা হয় বাসন্তী পূজার। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর পর বিজয়া দশমী হল বাঙালির প্রাণের পুজোর শেষ দিন। এই বিশেষ দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন যেন মহিলারা। এই দিনে মহিলারা উমাকে বরণ করার সময় সিঁদুর নিবেদন করেন। সেই সঙ্গে একে অপরকে সিঁদুর মাখিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান। এই ঐতিহ্যময় প্রথা সিঁদুর খেলা নামে পরিচিত। তিথি অনুযায়ী শুক্রবার বাসন্তী পূজার বিজয়া দশমী। এদিন দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্তের বাপের বাড়ি থেকে কৈলাসে বর দেবাদিদেব মহাদেবের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাই সকালে দশমী পূজার শেষে শুরু হয় বিসর্জনের পালা। এদিন প্রতিমা নিরঞ্জনের আগে প্রতিটি পুজো মন্ডপেই ঘরের মেয়েকে বিদায় জানাতে মন খারাপ ও চোখের জলে নয়, হাসিমুখে সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা।বাসন্তী পূজার বিজয়া দশমীতে সিঁদুর খেলার পাশাপাশি মহিলারা একে অপরের মধ্যে কৌশল বিনিময় করেন। রাজধানীর দুর্গাবাড়ি, লক্ষীনারায়ন বাড়ি সহ সব কয়টি পুজো প্যান্ডেলেই সিঁদুর খেলায় মেতে উঠেছেন প্রমিলারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service