জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিশিষ্ট কবি তথা ভাষা সাহিত্যিক চন্দ্রকান্ত মুড়াসিংয়ের প্রয়াণে রাজ্য বিধানসভায় আজ শোক জ্ঞাপন করা হয়েছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত করি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি চন্দ্রকান্ত মুড়াসিং এর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সদস্য-সদস্যারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। উল্লেখ্য, গতকাল সকালে রাজ্যের বিশিষ্ট এই কবি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
রাজ্য
বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুড়াসিংয়ের প্রয়াণে বিধানসভায় শোক জ্ঞাপন
- by janatar kalam
- 2023-03-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this