জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিরোধী জোটের ঐক্য বেআব্রু হয়ে গেল অধ্যক্ষ পদে মনোনয়ন পত্র জমার সময় । দেখা নেই তিপড়া মথা দলের কোনও সদস্যের। দীর্ঘদিন বাদে বিধানসভার ভেতরে অধ্যক্ষ পদে নির্বাচন হতে চলেছে রাজ্যে। শাসক দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাশীন হলেও, বিরোধীদের সম্মিলিত বিধায়কদের সংখ্যার সাথে শাসকের সংখ্যার তেমন কোন বড় ধরনের পার্থক্য নেই। তাই এবার অধ্যক্ষ নির্বাচনে বিরোধীরা সম্মিলিতভাবে লড়াই করতে চলেছে। যদিও সংখ্যাগরিষ্ঠতার জেরে শাসকের জয় সময়ের অপেক্ষা। কোন ধরনের অঘটন না হলে সেটাই স্বাভাবিক। শাসকের হয়ে অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বিশ্ববন্ধু সেন। অপরদিকে বিরোধী বাম কংগ্রেস ও তিপ্রামথা দলের সম্মিলিত প্রার্থী হিসেবে লড়াই করছেন বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত কংগ্রেস দলের বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও যে বিরোধীরা ছাড়তে নারাজ, তা যেন আবারও স্পষ্ট হল এই অধ্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিধানসভার সচিবের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিলেন বিরোধীদের প্রার্থী গোপাল চন্দ্র রায়। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শ্রী রায়ের সাথে ছিলেন কংগ্রেস দলের অপর দুই বিধায়ক বিরজিৎ সিনহা ও সুদীপ রায় বর্মন। অপরদিকে সিপিআইএম দলের হয়ে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী। তবে এই জোটে মথা থাকলেও, এদিন মাথার কোন প্রতিনিধি উপস্থিত ছিল না। যা নিয়ে এর মধ্যেই বিভিন্ন মহলে নানা গুঞ্জন দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত বিরোধী দলের প্রার্থী নিজেদের ২৭ টি ভোট পায় কিনা এই নিয়েও বিধানসভার ভিতরে ও বাইরে গুঞ্জন চলছে। যেহেতু গোপাল রায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় তিপরা মথাদলের কোন সদস্যকে দেখা যায়নি।
রাজ্য
বেআব্রু হয়ে গেল বিরোধী জোটের ঐক্য, Looks like operation lotus is on!
- by janatar kalam
- 2023-03-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this